সেলিম উদ্দীন, ঈদগাঁওঃ
কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১ নারীসহ দুইজন নিহত হয়েছে। কমবেশী আহত হয়েছে আরো অন্তত ৮ জন।
তাদেরকে চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১১ টার সময় ঘটে এ দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি ঘটনাস্থলে রয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, এদিন সকাল পৌনে ১১ টার সময় মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজারমুখি ইউনিক বাস (১০৪০) এর সাথে চকরিয়ামুখী মাইক্রোবাস (৪০৮৯) মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা (৪২), ও ডুলাহাজারা ইউনিয়নের চা বাগান এলাকার দিপক পালের পুত্র সনাক পাল (২৭)। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস দুটি জদ্ধ করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী পুর্বক নিহতদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।