আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের ডবলমুরিং থনা এলাকার আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের সামনে দুই জন ছিনতাইকারী, ছিনতাই করার প্রস্তুতির সময় খবর পেয়ে অভিযান পরিচালনা করে এক জনকে অস্রসহ আটক করেছে পুলিশ। সময় পুলিশের অভিযানের টের পেয়ে এক জন পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার( ২২ মে)রাত একটার দিকে এ অভিযান পরিচালনা করেন পুলিশ।
আটকৃত ছিনতাইকারীর নাম হলঃ সাইফুল ইসলাম ইমন (২৩)
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ। গ্রেফতার সাইফুল ইসলাম ইমন গোপালগঞ্জ জেলার পোপিনাথপুর এলাকার মো. ছিদ্দিকের ছেলে। তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া বলেন, আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের সামনে ছিনতাই করার জন্য অপেক্ষা করছিল দুই ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ সাইফুল ইসলাম ইমন নামে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় আরও এক ছিনতাইকারী পালিয়ে যায়। পালাতে গিয়ে সাইফুল ইসলাম ইমন সামান্য আহত হন। পরে সাইফুল ইসলাম ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।