হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে এবার বসতবাড়ীর ড্রেনের নিচ থেকে পরিতাক্ত অবস্থায় ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, সোমবার (১৩মে) বিকাল ৪টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খানের নেতৃত্বে বিজিবি সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যংপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের পুত্র মোঃ ইউনুছ আলীর বাড়ীর সংলগ্ন ড্রেনের মধ্যে তল্লাশী করে পরিতাক্ত অবস্থায় ১কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধারর করে। তিনি আরো জানান, এসময় বাড়ীর মালিক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যহত আছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফে এবার বসতবাড়ীর ড্রেনে মিললো ৪০ হাজার পিচ ইয়াবা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।