মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল শুক্কুর ও গৃহিণী জয়নব বেগমের জ্যৈষ্ঠ সন্তান আদনান সৌরাওয়ার্দী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ১২১১ নম্বর পেয়ে প্রথমস্থান ও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। আদনান সৌরাওয়ার্দী একই স্কুল থেকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিল। একইভাবে কক্সবাজার মডেল কেজি স্কুল থেকে সে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিল। আদনান সৌরাওয়ার্দী টেকনাফ উপজেলার মধ্য হ্নীলার সাতঘরিয়া পাড়ার মরহুম হাজী সুলতান আহমেদ ও কক্সবাজার শহরের নতুন বাহারছরা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রশিদ সওদাগরের নাতি। আদনান সৌরাওয়ার্দী তাঁর ভাল ফলাফলের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।