এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার (৮মে) বিকাল ৫টায় উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তন ও উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এম এ।
বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মাহামুদ, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান জেমমিন হক জেসি চৌধূরী।
এছাড়া অনুষ্ঠানে অবিভক্ত চকরিয়া-পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল কাদের বি কম, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টীম লিডার নুরুল আবচার, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধূরী বাবলা, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রসাশনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মৌলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল্-আযহারী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।