এম.এ আজিজ রাসেল :

কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির এলাকা থেকে বিরল প্রজাতির একটি বাচ্চা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে বিক্রি করার সময় এক জেলে থেকে মিঠা পানির এই বিরল প্রজাতির বাচ্চা কচ্ছপ উদ্ধার করে চাউল বাজারস্থ বার্মিজ স্কুল এলাকার স্থানীয় রাখাইন আক্য মারমা ও থেন থেন নাইন। কচ্ছপটি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসারের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন বেগম সেতু, সাংবাদিক এম, আর মাহবুব, এম.এ আজিজ রাসেল, মনতোষ বেদাজ্ঞ, আবদুল আলীম নোবেল, ছৈয়দ আলম ও সাইফুল ইসলাম।

পরে জেলা প্রশাসকের (ভারপ্রাপ্ত) নির্দেশে হোটেল শৈবালের ম্যানেজার মীর মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় শৈবালের লেকে কচ্ছপটি অবমুক্ত করা হয়।