প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ৬ মে কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া, টেকপাড়া এবং সৈকতপাড়া এলাকায় অনুমোদন ব্যতীত অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পেশকারপাড়া এলাকায় জামাল উদ্দিন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ভবনের আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া পশ্চিম টেকপাড়া এলাকায় আবদুল হামিদ ফয়সাল এবং খোরশেদ আলম অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় তাদেরকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদন গ্রহণের জন্য নির্দেশ প্রদান প্রদান করা হয়। এছাড়া মধ্যম টেকপাড়া এলাকায় মো: সেলিম গং অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ভবনের আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। অপরদিকে সৈকতপাড়া এলাকায় অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ২টি ভবন ওয়াল সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয়। উল্লেখ্য সকল ভবন মালিককে অনুমোদন গ্রহণের পূর্বে কোন প্রকার নির্মাণ কাজ না করার জন্য মুুচলেকা গ্রহণ করা হয়।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকের অথরাইজ্্ড অফিসার ও উপনগর পরিকল্পনাবিদ এবং উপসহকারী প্রকৌশলী। এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পরিকল্পিত ও আধুনিক পর্যটন নগরী বাস্তবায়নের জন্য অবৈধ ও অনুমোদনবিহীন ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।