সিবিএন :
বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। কক্সবাজার এলাকায় সন্ধ্যায় আকাশ পরিস্কার থাকায় ৬’৪৫ মিনিট থেকে দীর্ঘ প্রায় ২০ মিনিট খালিচোখে পশ্চিমাকাশে স্পষ্ট চাঁদ দৃশ্যমান থাকে।ফলে মঙ্গলবার থেকে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। মঙ্গলবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সাহ্রি খাবেন।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে একইভাবে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার তথ্য জানানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।