মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বঙ্গোপসাগরে সৃষ্ট ‘ফণি’ মোকাবেলায় কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও কক্সবাজার বক্ষব্যাধি হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট ডাঃ মহিউদ্দিন আলমগীরকে সভাপতি, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার উচাপ্রু মারমা, একই কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রনজন বড়ুয়া রাজন, ডাঃ এস.এম জামশেদুল হক’কে সদস্য করে চার সদস্য বিশিষ্ট রেপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া সিভিল সার্জন অফিসে দিবারাত্রি ২৪ ঘন্টা দায়িত্বপালনের জন্য জরুরী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বাই রোটেশেনে দায়িত্বপালনের জন্য ডিউটি বন্ঠন করে আদেশ জারী করা হয়েছে। কক্সবাজার জেলার স্বাস্থ্য বিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি মোঃ রফিকুল ইসলাম সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জেলার সকল উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ঘূর্ণিঝড়ের প্রাক্কালে আপদকালীন মোকাবেলায় প্রয়োজনীয় ওষুধ-পত্র ও চিকিৎসা সামগ্রী নিয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে সিভিল সার্জনের কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে।