আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
রামু উপজেলার  রশিদ নগরের বাক প্রতিবন্ধি শিশু কন্যা শারিয়া জাহান টুম্পা বিগত দশ দিন নিখোঁজ রয়েছে। সে রশিদ নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হামির পাড়ার মো:ছলিম ও আমেনা খাতুনের কন্যা । ১৮ এপ্রিল  তার পিতা রামু থানায় নিখোঁজ ডায়েরী করেছে। যার নং-৭৯০।

ডায়েরী সুত্রে জানা যায়, ১১ এপ্রিল দুপুর ১২ টার দিকে বাক প্রতিবন্ধি উক্ত শিশু কন্যাটি স্থানীয় ফরিদা রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে নিখোঁজ হয়। ঐসময় তার পরনে ছিল সাদা লাল ফুলের ফরক,তার গায়ের রং ফর্সা,উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি , মুখমন্ডল গোলাকার,মাথার চুল ১০ ইঞ্চি লম্বা ও সে কথা বলতে পারেনা। কোন সহৃদয়বান ব্যক্তি শিশু কন্যাটির খোঁজ পেলে উক্ত  ঠিকানায় যোগাযোগের অনুরোধ করছে শিশু হারা মা-বাবা।