শাহিদ মোস্তফা শাহিদ, সদর
কক্সবাজার সদরের ইসলাপুরের বহুল আলোচিত ছৈয়দ আলী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি শামশুল আলম (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের উত্তর নাপিতখালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শামশুল আলম ওই এলাকার মোস্তাক আহমদের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ২৯ বছর পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে ৬ আগষ্ট একই এলাকার হাজী ছৈয়দ আলীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় প্রধান আসামী ছিলেন শামসুল আলম। মামলার পর থেকে তিনি পলাতক থাকেন। আসামির অনুপস্থিতিতে আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ জারী করে। প্রায় ২৯ বছর পলাতক থেকে শামসুল আলম অবশেষে দেশে আসার খবর পায় পুলিশ। ঘটনার সময় আসামি শামসুল আলম টগবগে যুবক ছিলেন। এখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন। তবু আইনের খাঁচায় বন্দী হতে হলো তাকে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ আসাদুজ্জামান পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত আসামি শামসুল আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।