সংবাদদাতাঃ
কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়ায় রাতের অন্ধকারে বসত ভিটার ঘেরাবেড়া ভেঙ্গে গাছপালা কেটে নিলো চিহ্নিত দুর্বৃত্তরা। ভিটেমাটি ছেড়ে না গেলে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়েছে বসবাসরত লোকজনকে।
১৬ এপ্রিল দিবাগত রাত অনুমান দুইটার দিকে স্থানীয় মাস্টার পাড়ায় এই ঘটনাটি ঘটেছে।
পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় শফিকুল ইসলাম প্রকাশ শফিকুর রহমানের নির্দেশে ও নুরুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি ও ক্ষতিগ্রস্ত বসতভিটার মালিক সাজেদা খানম।
একই ঘটনা এর আগেও একবার ঘটেছিল। অভিযুক্ত শফিক গং প্রভাবশালী হওয়ায় বারবার এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক শাহজাদা খানমের ছেলে আসহাব উদ্দীন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৫ এপ্রিল লিখিত অভিযোগ দিয়েছিলেন। যার নম্বর- ২৯৪/১৯।
অভিযোগ সূত্রে জানা যায়, মাস্টারপাড়া এলাকার হাজী আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী সাজেদা খানম পরিবার খরুলিয়া মৌজার আর.এস. খতিয়ান নং-১২৪৪, আর.এস দাগ নং-৩১১১, দাগের ২৯ (ঊনত্রিশ) শতক জমিতে নিরবিচ্ছিন্নভাবে নিজেদের মালিকানাধিন বসতভিটা হিসেবে ভোগ-দখলক্রমে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু দীর্ঘ ৩৯ বছর পর ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু শফিকুল ইসলাম প্রকাশ শফিকুর রহমানের লোলুপ দৃষ্টি পড়ে অসহায় এই পরিবারটির ভিটেবাড়ির উপর।
জনশ্রুতি আছে-শফিক এলাকার একজন চিহ্নিত ভুমিদস্যূ, সন্ত্রাসী প্রকৃতির লোক। তার নেতৃত্বে বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনী সহকারে নিরীহ বহু মানুষের ভিটে বাড়ি দখল করার ঘটনা ঘটেছে। আর প্রতিটি দখল প্রক্রিয়ার কৌশল হিসেবে প্রতিনিয়তেই এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে নানা ঘটনা সাজিয়ে মিথ্যা মামলায় আসামী উল্লেখপূর্বক হয়রানী করা হয়। যার ধারাবাহিকতায় শফিক নতুন করে কু-নজর দেয় এই ভিটেবাড়ির উপর।
এদিকে মায়ের পৈত্রিক জমিতে ওয়ারিশী সম্পত্তি হিসেবে বসবাসরত জমি রক্ষা এবং গভীর রাতে সন্ত্রাসী শফিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অন্যায়ভাবে উক্ত বসতভিটা দখলের পায়ঁতারা থেকে রেহায় পেতে হামলার ঘটনার ন্যায় বিচার চেয়ে শংকিত পরিবারের পক্ষে পূর্বেই আসহাব উদ্দিনের মা সাজেদা খানম বাদী হয়ে কক্সবাজার বিজ্ঞ আদালতে ভুমিদস্যু শফিকুর রহমান আরো অনেকের বিরুদ্ধে বি.এস.সংশোধনী মামলাসহ অপর মামলা নং-১৮৯/২০১৬ ইং দায়ের করেন।
কিন্তু সম্প্রতি ব্যক্তি বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উক্ত বসতভিটা জবর দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিতে থাকে।
এর ধারাবাহিকতায় গত ৫ এপ্রিলদিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্ত শফিকসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন বসভিটায় গিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার চষ্টা করে। এমন কি, ভিটেমাটি ছেড়ে দিয়ে অন্যত্র চলে না গেলে সবাইকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় শফিক।
পরিবারটির অভিযোগ-শফিক যখন দখল চেষ্টাকালে হামলা চালাচ্ছিল তখন রহস্যজনকভাবে একদল পুলিশ সদস্যও শফিকের সাথে ছিলেন। আর বারবার বচাঁও বাঁচাও বলে চিৎকার করলেও মুর্তিরমতো দাঁড়িয়ে থাকা আইনশৃংখলা রক্ষাকারী পুলিশ সদস্যগণ কোন ধরনের সহযোগিতা করেননি।
বর্তমানে থানায় অভিযোগ করে আসহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে। ভুক্তভোগী পরিবারটি নিজেদের অধিকার সুরক্ষায় প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।