নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলে জরিমানা আদায়ের প্রতিবাদ করায় আবছার উদ্দীন নামের এক অভিভাবককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের একাউন্ট কর্মকর্তা মনোয়ার হাসানের বিরুদ্ধে এই অভিযোগ। মঙ্গলবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের অভিযুক্ত কর্মকর্তার কক্ষে এই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার আবছার উদ্দীন শহরের বাহারছড়ার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। এই ঘটনায় অভিভাবকদের ক্ষোভ বিরাজ করছে।

আবছার উদ্দীন অভিযোগ করে জানান, তার মেয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। অসঙ্গত কারণে গত এপ্রিল মাসের স্কুলের মাসিক বেতন বকেয়া থাকে। আবছার উদ্দীন ওই বকেয়া বেতন দিতে গেলে বিদ্যালয়ের একাউন্ট কর্মকর্তা মনোয়ার হাসান ৫০ টাকা জরিমানা দাবি করেন। কিন্তু শিক্ষা নীতিমালায় এভাবে জরিমানা নেয়া অবৈধ। তাই জরিমানা দিতে অস্বীকৃতি জানান আবছার উদ্দীন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মনোয়ার হাসান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিভাবক আবছার উদ্দীনকে শার্টের কলার ধরে টান মেরে গলায় ধাক্কায় দেন মনোয়ার হাসান। এসময় জালাল উদ্দীনসহ কয়েকজন অভিভাবক এগিয়ে এসে মনোয়ার হাসানকে নিয়ন্ত্রণ করেন। তবে অভিযোগ অস্বীকার অস্বীকার করেছেন মনোয়ার হাসান।

এই ঘটনায় প্রতিকারের জন্য অধ্যক্ষ রফিকুল ইসলামের কাছে গেলে তিনি এই বিষয়ে কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছেন বলে জানান ভুক্তভোগী আবছার উদ্দীন।

এই ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, অভিভাবককে লাঞ্ছিত করা হয়নি। সামান্য কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি আমরা সমাধান করে নেয়ার চেষ্টা করছি।