আবুল কালাম, চট্রগ্রাম:
চট্রগ্রামের হালিশহরে কে ব্লক এলাকায় খালেদ নামে দোকান কর্মচারী এক শ্রীলংকান নারীকে হত্যা করেছন। হত্যা কৃত নারীর নাম লাকী আক্তার (৩২) সে শ্রীলংকান নাগরিক বলে জানা যায়। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কে ব্লক ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত লাকী আক্তার হালিশহরে কে ব্লকে ফাস্ট ফুড ও বুটিকসের ব্যবসা পরিচালনা করতেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান , ‘কে ব্লকে দোকান কর্মচারীর হাতে খুন হয়েছেন লাকী আক্তার নামে এক নারী। তিনি শ্রীলংকান নাগরিক। লাকী আক্তার কে ব্লকে ফাস্ট ফুড ও বুটিকসের ব্যবসা পরিচালনা করতেন।’
ওসি এস এম ওবায়দুল হক বলেন, ‘ঘটনার পর থেকে খালেদ নামে ওই দোকান কর্মচারী পলাতক রয়েছেন রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
ওসি বলেন কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খালেদকে গ্রেফতারের পর জানা যাবে বলে জানান।