সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার বদর মোকাম চেমন শমসের ইসলামীয় নুরানী কিন্ডার গার্টেন ও শামসুন নাহার হেফজখানার মুহতামিম মাওলানা শামসুল আলমের মৃত্যু পরবর্তী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্র মাদরাসার স্বত্ত্বাধিকারী ও পরিচালক এ.এম. শমসের তছলিম।
অনুষ্ঠানে মরহুম মাওলানা শামসুল আলমের স্মৃতিচারণ করেন মাওলানা মোহাম্মদ শোয়াইব, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, মাদরাসার শিক্ষক মাওলানা নেজাম উদ্দিন, মাষ্টার কামাল উদ্দিন, সাবেক শিক্ষক মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন, ডিসকভার কক্স’র পরিচালক সাংবাদিক আবদুল্লাহ নয়ন, ও ফুয়াদ আল খতিব হাসপাতালের ইনচার্জ হাবিবুর রহমান।
প্রধান অতিথি মরহুম মুহতামিমের স্মৃতিচারণের পাশাপাশি তার পরিবারবর্গকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি শামসুন নাহার হেফজখানার শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনকে ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য মুহতামিম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা তামজিদুল ইসলাম, মাওলানা নুরুল হক, মাওলানা কায়ছার হামিদ, মাওলানা ফজলুল করিম ও মাওলানা আজিজুর রহমান প্রমুখ। এছাড়াও মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।