এম.জিয়াবুল হক,চকরিয়া :
‘ভোটার হব, ভোট দিব’ স্লোগানে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটিকে উপলক্ষে গতকাল শুক্রবার (১মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্ব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদ উল্লাহ মিয়া, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজন।
অপরদিকে একইদিন পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মাহাবুব উল করিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আলহাজ জাফর আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ওসি তদন্ত মো.মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা সম্পাদক কামাল হোসেন চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সদস্য উন্মে কুলছুম মিনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী, টৈইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর প্রমুখ।
সভায় প্রধান অতিথি আলহাজ জাফর আলম এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বাংলার জনসাধারণকে গর্বিত নাগরিকের সম্মান দিয়েছেন। নতুন স্মার্ট কার্ড প্রতিটি নাগরিককে নতুনভাবে স্বাধীন দেশের মর্যাদা দিয়েছে বর্তমান সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে দেশের জনগন সকল ধরণের কাজে সুফল পাচ্ছে।
তিনি বলেন, একজন নাগরিক শুধুমাত্র ভোটার হলেই তার নাগরিকত্বের জন্য একটা বড় সম্পদ। তাই ভোটার হতে পর্যাপ্ত বয়স হওয়ার পরও যেসব নাগরিক এখনো ভোটার হননি, সেসব নাগরিককে সময়মতো ভোটার হয়ে নেওয়া একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।