সিবিএন:
কক্সবাজার পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। এ উপলক্ষ্যে শুক্রবার (১ মার্চ) জেলা পুলিশের উদ্যোগে কক্সবাজার পুলিশ লাইন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। এছাড়াও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।