বার্তা পরিবেশক ॥
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুন প্রজন্মের অহংকার হাচান মুরাদ আনাচ জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। উপজেলার চৌফলদন্ডীসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ মতবিনিময় সভা, শুভেচ্ছা বিনিময় করে চলেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ের সাহসী সন্তান তরুণ সমাজ সেবক হাছচান মুরাদ আনাচ। সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন,একটি পৌরসভা, ওয়ার্ড, গ্রামগঞ্জ,পাড়া মহল্লা, হাট-বাজার দোকান পাটে একই আলোচনার কেন্দ্র বিন্দুতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে একমাত্র গ্রহনযোগ্য জনপ্রিয় ব্যক্তি হাচান মুরাদ আনাচের নাম উঠে আসছে।তিনি বলেন-সাধারন মানুষে অধিকার এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করেছি।সাধারণ ভোটাররা জানিয়েছেন, তার নির্বাচনের অংশ নেওয়ার খবরে সদরে সব হিসেব নিকাশ পাল্টে গেছে। এখন তিনিই মুল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে অন্য প্রার্থীদের কাছে। ইতিপূর্বে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরমও নেওয়া হয়েছে। আগামী ৪ মার্চ নির্বাচন অফিসে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। উল্লেখ্য, তরুণ সমাজ সেবক অসহায় মানুষের পরম বন্ধু হাচান মুরাদ আনাচ নয়না পরিবার ট্রাস্টের সভাপতি, ইকরা বীচ হোটেলের পরিচালক, চৌফলদন্ডী উত্তর পাড়া সমাজ কমিটির সভাপতি, তাজবীদুল কোরআন হেফজখানা ও এতিম খানাসহ সামাজিক,ধর্মীয়,সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত রয়েছে ছাত্র জীবন থেকে।