আবুল কাশেম,কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিনে জমা দিয়েছেন ৭ প্রার্থী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোয়নপত্র জমাদানের সর্বশেষ দিনে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপক কুমার রায়ের কাছে চেয়ারম্যান পদে ২ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস জানায়।
এরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আ‘লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও জেলা পরিষদ সদস্য সাবেক উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার আহমদ উল্লাহর পুত্র আজিজুল হক। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, আকবর খাঁন ও ফরিদ উদ্দিন তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মহিলা আ‘লীগের সভানেত্রী সৈয়দা মেহেরুননেছা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার।
উপজেলা নির্বাচন অফিসার জামশেদুল ইসলাম সিকদার জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদানের শেষ দিনে খোরশেদ আলম কুতুবী,শাকের উল্লাহ,মনোয়ারুল ইসলাম চৌধুরী ,ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে নাজমুল আহসান,সামসুল কাদের সিদ্দিকী,মো. শাহজাহান মনোনয়নপত্র জমা দেননি। ফলে ২ চেয়ারম্যান,৩ ভাইস ছেযারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়্রাম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।