শাহেদ মিজান, সিবিএন:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহেশখালী উপজেলায় চার চেয়ারম্যান প্রার্থীসহ ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত এই ১৩জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাত এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী দুইজন। মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনেই মহেশখালী প্রায় সব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় ও জেলা নির্বাচন কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হোসাইন ইব্র্রাহিম, বড়মহেশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ বাদশা, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম এবং এরফান উল্লাহ।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান মৌলভী জহির উদ্দীন, মোঃ শরীফ, আবু ছালেহ, মাহাবুবুল আলম, ফরিদুল আলম, শাহ নেওয়াজ ও গিয়াস উদ্দীন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোয়ারা বেগম ও মিনুয়ারা ছৈয়দ।