সংবাদদাতাঃ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ নির্বাচন-২০১৯ইং তে বিপুল ভোটে নির্বাচিত আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুর রশিদকে সংবর্ধিত করেছে এলাকাবাসী।
২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনার পাড়া সমাজ কমিটি, আদর্শ সমাজ কমিটি ও বড় কবরস্থান সমাজ কমিটি এই সংবর্ধনা আয়োজন করে।
সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।
দক্ষিণ ঘোনার পাড়া সমাজ কমিটির সভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় কবরস্থান সমাজ কমিটির সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, আদর্শ সমাজ কমিটির সহ-সভাপতি মহাম্মদ ইয়াসিন, মধ্য ঘোনার পাড়া সমাজ কমিটির সভাপতি সাইমুন আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম চৌধুরী প্রমুখ।
সংবর্ধনার জবাবে এডভোকেট মোঃ আব্দুর রশিদ বলেন, আইনজীবী সমিতির মত সম্মানজনক একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া নিরেট আল্লাহর রহমত ও আইনজীবীদের ভালোবাসার প্রমান। এই বিজয় আমার একার নয়, এলাকাবাসীর বিজয়। দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার পরামর্শ ও সহযোগিতা চাই।