নাঈম শারেক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেঃ

শীতের আমেজ কাটতে না কাটতেই ফাল্গুনের প্রখর রোদে হঠাৎ শুরু হয় কাল বৈশাখী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি।  সোমবার (২৫ ফেব্রুয়ারি)  ভোরবেলা আচমকা বজ্রপাত আর বৃষ্টিতে নিমিষেই পরিবর্তন হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।  এতে  ক্যাম্পাস হয়ে পড়ে ধুলিমাখা বৃষ্টিভেজা।

কিছুক্ষণের জন্য শুরু হয় শিক্ষক-শিক্ষার্থীদের ছুটোছুটি। হুড়োহুড়ি করে টং দোকান গুলো কিংবা বিশ্ববিদ্যালয়ের ভবন গুলোয় যে যেখানে পারেন আশ্রয় নেওয়ার জন্য যেন পাল্লা দিয়ে শুরু হয় দৌড়।

এভাবে কিছুক্ষনের জন্য ক্যাম্পাস তার হৈ-হুল্লোড় এবং কর্মব্যস্ততা হারিয়ে হঠাৎ হয়ে যায় নীরব। বৃষ্টিতে ক্যাম্পাসের চারিদিক ভরে যায় নয়নাভিরাম সৌন্দর্যে।

বৃষ্টিস্নাত ক্যাম্পাস ধারণ করে এক মোহময় রূপ। এক পশলা বৃষ্টি সবার মনে এনে দেয় স্বস্তি। প্রত্যেকেই যেন উপভোগ করছিলেন ক্যাম্পাসের অন্যরকম এই রূপ। বৃষ্টিতে আচমকা সৃষ্টি হওয়া প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে!