মো: রফিক উদ্দিন লিটন:
তরুণ কবি মোরশেদ আলম ডালিম এর দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মানুষ! এক ধৃষ্ট আততায়ীর নাম’ বেরিয়েছে বাংলা একাডেমির ২০১৯ এর অমর একুশে বই মেলায়। যেখানে চিত্রিত হয়েছে মানব সভ্যতার নানা রকম ঘটনাপঞ্জি। মিলবে পাঠকের চাহিদার খোরাক। ডালিমের কলমে প্রকাশ পেয়েছে মানুষের ভিন্ন রূপ।
তৃতীয় চোখ প্রকাশনী থেকে প্রকাশিত কাব্য গ্রন্থটিতে রয়েছে ৩৩টি নির্বাচিত কবিতা। প্রকাশক আলী প্রয়াস। প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈ:শব্দ্য। ঢাকা একুশে বই মেলায় তৃতীয় চোখ ৯৩ ও চট্রগ্রামে ১৪ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
কবি মোরশেদ আলম ডালিমের দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মানুষ! এক ধৃষ্ট আততায়ীর নাম’ অসাধারণ হয়েছে। যা সংগ্রহে রাখার মত।
এর আগে লেখকের প্রথম কাব্যগ্রন্থ ‘পোস্টমর্টেম হবে পাষন্ড হৃদয়ের’ পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
উল্লেখ্য, মোরশেদ আলম ডালিম কক্সবাজার সদরের ইসলামপুর মধ্যম নাপিতখালী এর বাসিন্দা (ফুলছড়ি নতুন অফিস) এম. মনজুর আলমের বড় ছেলে। ছোট কাল থেকেই সে লেখালেখিতে অভ্যস্ত ছিল।