প্রেস বিজ্ঞপ্তি :
খেলাফত মজলিস কক্সবাজার জেলা মজলিশে শুরার অধিবেশন জেলা সভাপতি মাওলানা মুফতি আবু মুছার সভাপতিত্বে গত ২২ ফেব্রুয়ারি ২০১৯ইং জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসাইন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুল আলম আল মামুন ও আরো বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য চট্টগ্রাম জোন পরিচালক অধ্যাপক মাওলানা এ.এস.এম. খোরশেদ আলম। উক্ত অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ছিদ্দিক আহমদ, অধ্যাপক মুহাম্মদ ত্বোহা, হাফেজ নুরুল্লাহ জিহাদী, মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, মাওলানা সিরাজুল মোস্তফা প্রমুখ।
উক্ত অধিবেশনে ২০১৯-২০২০ সেশনের জন্য মাওলানা মুফতি আবু মুছাকে সভাপতি, হাফেজ নুরুল্লাহ জিহাদীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়। কমিটি সমূহ যথাক্রমে-সভাপতি মাওলানা মুফতি আবু মুছা, সহ-সভাপতি যথাক্রমে-মাওলানা ছিদ্দিক আহমদ, মাওলানা জোনাইদ মাহমুদ সাহেদ, হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ, অধ্যাপক মুহাম্মদ ত্বোহা, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল্লাহ জিহাদী, সহ-সাধারণ সম্পাদক মীর সিরাজুল মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক এরশাদুল হক আরমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল্লাহ নঈম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মিজান, প্রশিক্ষণ সম্পাদক আবদুর রহিম মঞ্জু, বায়তুল মাল সম্পাদক হাফেজ ওমর ফারুক, ওলেমা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম, প্রচার সম্পাদক হাফেজ ইমরান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক শাহাদাত হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আমিনুল হক, দপ্তর সম্পাদক হাফেজ ওমর ফারুক (ঈদগাহী), পাঠাগার সম্পাদক মাওলানা নুরুল আলম, নির্বাহী সদস্য হাফেজ শহিদ উল্লাহ মিয়াজী, নির্বাহী সদস্য মুহাম্মদ ওবাইদুল্লাহ, নির্বাহী সদস্য শহর সভাপতি প্রমুখ।