প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৮ জনকে আটক করেছে। গত ২০ ফেব্রুয়ারী সকাল হতে ২১ ফেব্রুয়ারী সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই রাজিব চন্দ্র পৌদ্দার,এসআই শেখ মোঃ সাইফুল আলম, এসআই জহিরুল ইসলাম, এসআই তৈমুর ইসলাম, এসআই সনৎ বড়ুয়া, এএসআই মোঃ রাশেদ, এএসাই সঞ্জয় চক্রবর্তী, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেনঃ
আবু ছাদেক @ নয়ন, পিতা-মৃত আব্দুল হামিদ, আবুল কাশেম @ আবুল হাসনাত, পিতা-মৃত আবুল হোসাইন, উভয় সাং-ভারুয়াখালী, পশ্চিম পাড়া, থানা ও জেলা-কক্সবাজার, শফিউল আলম, পিতা-অলি আহমদ, সাং-কোর্ট বাতাবি, তেলি পাড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, হারুন আর রশীদ, পিতা-মৃত কালা মিয়া, সাং-পশ্চিম লতিফপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, ফাতেমা বেগম, স্বামী-রফিক উল্ল্যাহ, সাং-কোর্ট বাজার, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, পারভিন আক্তার, পিতা-মৃত মোহাম্মদ মাসুদ,সাং-বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার, মোঃ সৈয়দ আলম, পিতা-মৃত আব্দুর রহমান, সাং-নতুন বাহারছড়া, ০২নং ওয়ার্ড থানা ও জেলা-কক্সবাজার, ছৈয়দ আলম, পিতা-আলী হোসেন,সাং-তেতৈয়া খুরুশকুল,থানা ও জেলা-কক্সবাজার, আব্দুর রহীম পিতা-মঞ্জুর আলম, সাং-ঈদঘর, থানা- রামু, জেলা-কক্সবাজার, মোঃ রানা, পিতা-মোস্তাক বাবুর্চি, সাং-বৈদ্যঘোনা, কক্সবাজর পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, মোঃ রুবেল @ পুতু, পিতা-আব্দুল কাদের, মাতা-মৃত জাহেদা বেগম, সাং-বৈদ্যঘোনা, জাদিরাম পাহাড়,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, মোঃ জসিম উদ্দিন, পিতা-আব্দুর রহীম, মাতা-মনোয়ারা বেগম, সাং-ধেছুয়া পালং, থানা-রামু, জেলা-কক্সবাজর, মোঃ খোকন, পিতা-মোঃ জাকির হোসেন, সাং-লাইট হাউজ পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, মোঃ রশিদ, পিতা-নুর মোহাম্মদ, সাং-ঘাটকুলিয়া পাড়া, পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার, সাবেকুন্নহার, স্বামী-মনজুর আলম, সাং-পাহাড়তলী, দক্ষিন হাজী পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, মোঃ রুবেল পিতা-আব্দুল কাদের, মাতা-জাহেদা বেগম, সাং-বৈদ্যঘোনা, জাদিরাম পাহাড়, থানা ও জেলা-কক্সবাজার, রশিদ মিয়া, পিতা-মৃত মোজাফ্ফর আহমদ, সাং-টেকপাড়া, ০১নং ওয়ার্ড, ইসলামাবাদ, কক্সবাজার পৌরসভা , থানা ও জেলা-কক্সবাজার, শফিকুর রহমান, পিতা-আমিন উল্লাহ, সাং-পশ্চিম পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার, মিজানুর রহমান, পিতা-উমর মিয়া, সাং-দক্ষিণ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।