প্রেস বিজ্ঞপ্তি :
২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দৈনিক কক্সবাজার পত্রিকায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহেশখালীর জাগ্রত ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধন নিয়ে প্রকাশিত একটি সংবাদে বক্তাদের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে গণদাবি সংবলিত এই গোছালো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে। আয়োজকেরা সংবাদ মাধ্যমের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। দৈনিক কক্সবাজার এ প্রকাশিত সংবাদের একটি অংশে মোহাম্মদ হোসেন নামের একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়, “কালারমারছড়ার এসটিএল গ্যাস লাইন প্রকল্পে ১৯৯৭ দাগে আমার নিজের ৪ একর জমি অধিগ্রহণ হয়েছে যার খতিয়ান নাম্বার ৯৫৭,২৯০ কিন্তু এখনো কোন নোটিশ বা টাকা পাইনি। বরং নানানভাবে হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষ আমিন রতনের কাছে জিম্মি, টাকা নিয়ে মানুষকে হয়রানি করছে।” এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনের আহবায়ক ফজলে আজিম মোঃ ছিবগতুল্লাহ বলেন, “মোহাম্মদ হোসেন একজন কক্সবাজার এলও অফিসের চিহ্নিত দালাল, ভূমিখেকো, অসাধু, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত দালাল। এই ব্যক্তি গতকালকের মানববন্ধনে কোন প্রকার বক্তব্য রাখেননি। তাছাড়া পত্রিকায় প্রকাশিত তার দাবিগুলোও ভিত্তিহীন। নিশ্চয়ই কোন তৃতীয়পক্ষ আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ভেস্তে দিতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে একজন চিহ্নিত দালালকে আমাদের আন্দোলনে জড়িয়ে তার মিথ্যা বক্তব্য প্রচার করেছে। আমরা এমন জঘন্য বক্তব্য প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অন্য কোন প্রচেষ্টা করা হলে আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।