সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ তাৎপর্যতায় ও ভাবগাম্ভীর্যতায় পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ নানা কর্মসূচী গ্রহণ করে।
কর্মসূচীর মধ্যে ছিল অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, দেয়ালিকা প্রকাশ, ইবতিদায়ী ও দাখিল স্তরে সুন্দর লিখা প্রতিযোগিতা, পোস্টারিং, আলোচনা সভা, মোনাজাত ও পুরস্কার বিতরণ ইত্যাদি। ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মিরছাদুল আবরার চৌধুরীর উপস্থাপনায় শিক্ষক-কর্মচারীগণের উপস্থিতিতে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা এম আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শুরুতে মাওলানা শহীদুল হক, মাওলানা নাঈম উদ্দিন ছিদ্দিকী, মাস্টার আব্দুল্লাহ আল মামুন, মাস্টার নুরুল কাশেম ও মাওলানা লুৎফর রহমানের পরিচালনায় মহান একুশের এই দিনে সুন্দর লিখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে থেকে আলোচনায় অংশ গ্রহণ করে মুহাম্মদ জামাল উদ্দিন, সাইফুল্লাহ খালেদ, হুজ্জাতুল ইসলাম, সাদ্দাম হোসাইন।
শিক্ষাগণের মধ্যে থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন মাওলানা সলিম উল্লাহ, ছৈয়দ নুর, শাহেদুল আলম, তৈয়ব তাহের, সেলিনা আক্তার প্রমুখ।
বক্তাগণ আলোচনায় ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব তোলে ধরে মাতৃভাষার প্রতি যথাযথ মর্যাদা প্রদানে এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে প্রতিযোগিতার প্রত্যেক বিষয়ে ৩জন করে শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়। সবশেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল্লাহ মোহাম্মদ নোমানের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় শহীদ দিবস উদযাপন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
