নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির কায়সার মনি রিয়া (১৬) নামের ২০১৯ সালের (চলমান) এসএসসি পরীক্ষার্থী দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। ১৭ ফেব্রুয়ারি বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয়ে আস ফেরেনি। নিখোঁজ কায়সার মনি রিয়া কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব পাহাড়তলী ইউসুলুরঘোনার বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ ইলিয়াছের মেয়ে। কায়সার মনি রিয়ার সন্ধান না পেয়ে মা-বাবাসহ স্বজনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
ভিকটিমের মা সেতারা বেগম বলেন, এলাকার দেলোয়ার হোসেন এক ছেলে আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় উত্যক্ত করতো। আমি জানার পর বিষয়টি স্থানীয় সমাজ কমিটির সভাপতি ইউসুফসহ গন্যমান্য ব্যক্তিদের অবগত করি।
তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি দুপুরে বান্ধবী মরিয়মের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। বিষয়টি কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছি। যার হেল্প ডেস্ক নং-৬১৩।
ভিকটিম কায়সার মনি রিয়ার মা ধারণা করে বলেন, চিহ্নিত বখাটে দেলোয়ার হোসেন তার সহযোগিসহ আমার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তাকে আটক করলে মূল রহস্য উদঘাটন হবে। আমার মেয়ের সন্ধানের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।