মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পুলিশের চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ট এসআই হয়েছেন টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বিশ্বাস। মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম তাঁর কার্যালয়ে রেন্ঞ্জের মাসিক অপরাধ পর্যলোচনা সভায় দীপক বিশ্বাসকে শ্রেষ্ঠ এসআই-এর ক্রেষ্ট তুলে দেন। এসময় কক্সবাজারের সফল পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্ত এস আই দীপক বিশ্বাস ২০১৮ সালের নভেম্বর মাসে টেকনাফ মডেল থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, ইয়াবা চোরাচালান রোধে ব্যাপক ভুমিকা রাখেন। এর আগে এস আই দীপক বিশ্বাস কক্সবাজারের মহেশখালি থানায় কর্মরত ছিলেন।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এস আই দীপক বিশ্বাস জানান, আমার এই সফলতার পেছনের উৎসাহদাতা হচ্ছেন- কক্সবাজারের জেলার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম এবং ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম-বার। বিশেষ করে ওসি প্রদীপ কুমার বিশ্বাসের আন্তরিক সহযোগিতায় আমার এই বিশাল অর্জন সম্ভব হয়েছে। তিনি অপরাধ নিয়ন্ত্রনে সকলের সহযোগিতা কামনা করেন। এসআই দীপক বিশ্বাস তার এই অসাধারণ অর্জনের জন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম এবং ওসি প্রদীপ কুমার দাশ সহ সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, এসআই দীপক বিশ্বাস তাঁর সাহসী কর্মের স্বীকৃতিস্বরূপ পুলিশ সাপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে মর্যাদাপূর্ণ পুরস্কার আইজিপি ব্যাজ পেয়েছেন।