প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ১৬ ফেব্রুয়ারী সকাল হতে ১৭ ফেব্রুয়ারী সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই সনজীত চন্দ্র,এসআই প্রদীপ চন্দ্র, এসআই এ্যানি রায়,এএসআই মোঃ রাশেদ,এএসআই প্রভাকর,এএসআই কামাল হোসেন,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেনঃ
ফোরকান আহমদ,পিতা-মৃত সৈয়দ আলম,সাং- পূর্ব মিয়াজী পাড়া,থানা ও জেলা-কক্সবাজার, মনছুর আলম,পিতা- মৃত আব্দুল হামিদ,খামারপাড়া,জালালাবাদ,থানা ও জেলা-কক্সবাজার,সাইফুল ইসলাম,পিতা- মৃত এরনতাজ আহমদ,সাং- খামার পাড়া জালালাবাদ,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ রুবেল উদ্দিন ,পিতা- মৃত ইয়াছিন,সাং-বিডি আর ক্যাম্প,থানা ও জেলা-কক্সবাজার,মোবারক হোসেন,পিতা- মৃত শফিকুর রহমান,সাং- ঘোনার পাড়া,নতুন অফিস ইসলামপুর,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ সরওয়ার কামাল,পিতা- দুদু মিয়া,সাং- কম্বনিয়া পাড়া মধ্যম হ্নীলা নয়াপাড়া,থানা- টেকনাফ,জেলা-কক্সবাজার,লিটন দাশ,পিতা- অনিল দাশ,সাং- ঘোনার পাড়া,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ কাদের,পিতা- ফজলুল হক,সাং- খুরুশকুল বেপারী পাড়া,থানা ও জেলা-কক্সবাজার,মোজাম্মেল হক,পিতা- গুরা মিয়া,সাং- হোয়াক্যাং,বিজিবি চেক পোষ্ট,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার,সেলিম,পিতা- সেকান্দর,সাং- ঘোনার পাড়া,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ হেলাল উদ্দিন,পিতা- মৃত নুরুল ইসলাম,সাং- এসএম পাড়া ৫নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা- কক্সবাজার,
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১১
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
