সিবিএন ডেস্ক:
আজ আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস। প্রতিবছর ১৫ ফেব্রুয়ারি এ দিন পালিত হয় বিশ্বব্যাপী। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে র্যালি, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যানুযায়ী, প্রতিবছর তিন লাখ শিশুর ক্যানসার শনাক্ত হয়। বিশ্বে ক্যানসার রোগীর দশমিক ছয় ভাগ হচ্ছে শিশু। এর মধ্যে ৮০ ভাগ শিশুর ক্যানসার মুক্ত হওয়ার সুযোগ থাকে। নিম্ন আয়ের দেশগুলোতে ৯০ ভাগ ক্যানসার আক্রান্ত শিশু মৃত্যুবরণ করে। এ সংস্থাটি আরও বলছে, বিশ্ব নেতাদের আন্তরিক সহযোগিতায় ক্যানসার আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত করা, ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা, ভালোমানের চিকিৎসা নিশ্চিত করাটা জরুরি।
২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ৬১ ভাগ লিউকোমিয়া আক্রান্ত শিশু চিকিৎসা নেয়। ওই বছর ১১ ভাগ লিম্ফোমা আক্রান্ত শিশু ও দুই ভাগ কিডনি টিউমারে আক্রান্ত শিশুও পায় বিএসএমএমইউ।
শিশু ক্যানসার দিবস পালন উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ক্যানসার বিভাগ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ বিভাগের অধ্যাপক ডা. জোহ্রা জামিলা হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দিবসটি পালনের অংশ হিসেবে সচেতনতামূলক কার্যক্রম চালাবো, র্যালি করবো, কলেজ চত্বরে থিম লিখে বেলুন উড়াবো।’
তিনি আরও জানান, এবছর দিবসটি উপলক্ষে বেঙ্গল গ্যালারিতে জল পড়ে পাতা নড়ে’র আয়োজনে ক্যানসার থেকে বেঁচে যাওয়া শিশুদের জন্য ১০-১২টা ক্লাসরুমে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তবে সে অনুষ্ঠান হবে রবিবার। ওই দিন পাপেট শো, ম্যাজিক শো’র আয়োজন রয়েছে। এই কার্যক্রমে যুক্ত থাকবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাট্যকলা বিভাগ। তারা ক্যানসার আক্রান্ত শিশুদের বিভিন্ন শো’য়ের মাধ্যম বিনোদন দেওয়ার চেষ্টা করবে।