কালেরকন্ঠ : মিয়ানমার আবারো বাংলাদেশের সেন্ট মা‌র্টিন্স দ্বীপ‌কে নি‌জের ভূখণ্ড হি‌সে‌বে মান‌চি‌ত্রে দে‌খি‌য়ে‌ছে। এর প্র‌তিবা‌দে ঢাকায় মিয়ানমা‌রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত‌কে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে তলব করা হ‌চ্ছে। আজ বৃহস্প‌তিবার বিকালে তা‌কে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে তল‌বে হা‌জির হ‌তে বলা হ‌য়ে‌ছে। গত বছরও মিয়ানমার এ দাবি তুলেছিল। তখন বাংলাদেশের প্রতিবাদের মুখে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন্সকে সরিয়ে ফেলে।

গত বছর যখন এ বিষয়ে মিয়ানমারের কাছ থেকে জানতে চাওয়া হয় তখন ব্যাখ্যায় তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে, তারা দেশের ম্যাপ তৈরির কাজ একটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয়। আর ওই প্রতিষ্ঠানটি ম্যাপ তৈরিতে ভুল করেছে।