জে. জাহেদ, চট্টগ্রাম:
চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মো. রহমান (২৫)। সে কক্সবাজার জেলার বালুখালী শরনার্থী ক্যাম্পের হাসু মিয়ার ছেলে এবং অপর ব্যক্তি মো. নাজিম উদ্দিন। সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া দক্ষিণ চরপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে বলে পুলিশকে জানায়।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের সময় উপজেলার মইজ্জ্যারটেক রুবি মিষ্টি মহলের সামনে থেকে তাদের আটক করারর কথা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, দেহ তল্লাশিকালে ধৃত রহমানের ডান হাতে থাকা একটি কালো রংয়ের কাগজের শপিং ব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ৪২০০পিস ইয়াবা ট্যাবলেট ও অপর আসামি নাজিমের বাম পায়ে সাদা রংয়ের এ্যাংলেটে জড়ানো অবস্থায় ১০০০পিস হালকা গোলাপী বর্ণের ইয়াবা জব্দ করা হয়।’
পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবাগুলি কক্সবাজার হতে বিক্রয়ের উদ্দ্যেশে শহরে নিয়ে আসতেছেন বলে তথ্য দেন।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।