সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন চকরিয়া উপজেলার শাহারবিলের কৃতি সন্তান, শাহারবিল উন্নয়ন ফোরামের সভাপতি তাওহীদুল ইসলাম নূরী। চট্টগ্রাম মহানগরের অন্যতম অরাজনৈতিক সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘ চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে এক অনুষ্ঠানে তাঁকে উক্ত সম্মাননা প্রদান করে। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। এতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের বিশেষ বিভাগীয় প্রতিনিধি এস.এম.আজিজ, সিমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জেলের ডেপুটি জেলার মনজুরুল আলমসহ প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার এবং আইনশৃঙ্খলাস্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে তাওহীদুল ইসলাম নূরী তাঁকে এ বিশেষ সম্মাননা প্রদান করায় তিনি ফুটন্ত কিশোর সংঘের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হুদা আরিফ,সহ-সভাপতি আবু তৈয়ব বাপ্পিসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতীতের মত আগামী দিনেও মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন মত এলাকাবাসীসহ সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।