হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মুরারপাড়ার সংরক্ষিত বনভূমিতে- স্থানীয় নজির হোসেনের নবনির্মিত পাকা বাড়ি উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইহলা চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।
এসময় কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারি বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন ও বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী প্রমূখ অংশ নেন। ৮ ফেব্রুয়ারি কক্সবাজার নিউজ এ ‘বনের জমিতে মনের মতো ঘর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী বলেন, উচ্ছেদ অভিযানের প্রথম দিন পাকা বাড়ির সম্মূখভাগ ভেঙে ফেলা হয়েছে। সম্পূর্ণঘর গুড়িয়ে দেওয়ার পর অভিযান শেষ হবে।