আবুল কালাম , চট্টগ্রাম :
নগরীর কাজীর ডিউরি এলাকায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে অমর একুশের বইমেলা।
রোববার (১০ ফেব্রুয়ারি) ৫ টার দিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বেলুন, ফেস্টুন,জাতীয়পতাকা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।তিনি চসিকের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে কাপাসগোলা সিটি করপোরেশন কলেজের ছাত্রীরা।
মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশকের স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনেের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা।
বক্তব্য রাখেন বইমেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, জামাল উদ্দিন, সচিব সুমন বড়ুয়া, সমন্বয়কারী আশেক রসুল টিপু আরও অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, প্রকৌশলী আলী আশরাফ, কবি সাথী দাশ, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, লেখক সাখাওয়াত হোসেন মজনু, মর্জিনা আকতার, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ, শেখ শওকত ইকবাল, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সলিমুল হক চৌধুরী বাচ্চু, মো. জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ সহ প্রমুখ।