তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম:
চট্টগ্রাম উত্তর জেলার সাত উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেছেন আওয়ামী লীগ। দ্বিতীয় ধাপে এ সাত উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে দক্ষিণ জেলার বাকি সাত উপজেলার নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে পারে।
রোববার (১০ ফেরুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের ১২২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
নৌকার চুড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলার রাউজান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়িতে নাজিম উদ্দিন মুহুরী, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান, সন্দ্বীপে মো. শাহজাহান, সীতাকুন্ড আবুদুল্লাহ আল মামুন, মিরসরাই জসিম উদ্দিন ও হাটহাজারীতে রাশেদুল আলম ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিষয়টি নিশ্চি করেছেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, আগামী ১৮ মার্চ চট্টগ্রামে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। এতে চট্টগ্রামের ১৪টি উপজেলার মধ্যে উত্তর জেলার সাত উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষিণ জেলার বাকি সাত উপজেলায় হয়ত তৃতীয় ধাপে নির্বাচন হতে পারে।