মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

পরীক্ষা চলাকালে স্মার্টফোনে ছবি তুলে প্রশ্ন বাইরে পাঠানোর সময় এক এসএসসি পরীক্ষার্থী আটক হয়েছে। জব্দ করা হয়েছে তার মোবাইল ফোন। একই সঙ্গে দায়িত্ব অবহেলার দায়ে ওই কক্ষের তিন পর্যবেক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম রিফাদ উদ্দীন। সে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত ছাত্র। মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিল।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন সাংবাদিকদের বলেন,পরীক্ষা চলাকালীন সময় দুপুরের দিকে কাটিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩৪ নম্বর কক্ষে অনিয়মিত ছাত্ররা ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছিল। এ সময় ওই কক্ষে রিপাত উদ্দীন নামের এক ছাত্র মোবাইলে ছবি তুলে বাইরে পাঠানোর সময় হাতেনাতে ধরা পড়ে। সাথে থাকা তার স্মার্টফোনে জব্দ করে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। রুহুল আমীন আরও বলেন, দায়িত্ব অবহেলার কারণে ওই কক্ষের তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।