প্রেস বিজ্ঞপ্তি:

 ৩ ফেব্রুয়ারী ২০১৯ ইং র‌বিবার জাতীয় মান‌বা‌ধিকার ক‌মিশন এর চেয়ারম্যান কাজী রেজাউল হক বাংলা‌দে‌শে প্রথম বিশ্বমা‌নের সী একু‌রিয়াম রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড প‌রিদর্শন ক‌রেন। চেয়ারম্যানকে রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ডে ফু‌লেল অভ্যর্থনা জানান প্র‌তিষ্ঠান‌টির সিইও নাজমুল হক ও মহা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নিজ‌ামুল ইসলাম।

চেয়ারম্যান রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড ঘু‌রে দে‌খেন এবং এর কার্যক্রম দে‌খে অ‌ভিভুত হন । তি‌নি ব‌লেন, এ‌টি খুবই সাহসী এক‌টি পদ‌ক্ষেপ। আমা‌দের দে‌শের জন্য একটা নতুন সং‌যোজন। আমা‌দের নতুন প্রজন্ম‌কে সাগ‌রের তল‌দে‌শের রহস্য সম্প‌র্কে জান‌তে রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌বে। তি‌নি এরকম এক‌টি ব্য‌তিক্রমী উ‌দ্যোগের জন্য উ‌দ্যোক্তা স‌ফিকুর রহমান চৌধুরী‌কে ধন্যবাদ জানান।