প্রেস বিজ্ঞপ্তি:
দেশের অন্যতম নাম করা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কক্সবাজার জেলার ছাত্রদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়’র নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি আগামী ছয় মাসের এই কমিঠি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সভাপতি হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র এবং পেকুয়ার শিলখালী জারুলবনিয়া এলাকার আবুল হোছাইন। সাধারণ সম্পাদক হয়েছেন বিশ^বিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র উখিয়ার ইনানী এলাকার মোহাম্মদ বোরহান উদ্দীন।
জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে বিশ^বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করছে ‘কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়’। নাম করা ও যোগ্য নেতৃত্ব দিয়ে এই সংগঠন পরিচালিত হয়ে আসছে। সাধারণ ছাত্রদের নানা সমস্যা সমাধান, কক্সবাজারের ছাত্রদের বিশেষভাবে দেখভাল করা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ এবং সফলতা প্রদর্শনসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে অংশ নেন।
এক প্রতিক্রিয়া নবনির্বাচিত সভাপতি আবুল হোছাইন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ‘আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আস্থার শতভাগ মর্যাদা রক্ষা করে আমরা ‘কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়’র কার্যক্রম আরো বেগবান করে সংগঠনিকে আরো উচ্চমার্গে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এই জন্য আমরা সংগঠনের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’