বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
তিনি বলেন, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড স্থানীয় ও পর্যটকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে। এটি যেন মিনি সাগর। এখানে গভীর সাগর তলের নানা রহস্যের পাশাপাশি, জীববৈচিত্র্য ও অজানা মাছের সম্পর্কে জানা যাবে। মানুষ থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে গিয়ে সী-অ্যাকুরিয়াম অবলোকন করেছে। তবে এখন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড দেশের মানুষের সেই চাহিদা পূরণ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে সী অ্যাকুরিয়াম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের পর্যটনের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কমতি নেই। পর্যটনের স্বার্থে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিনিয়োগ বাড়াতে হবে।
এ সময় সঙ্গে ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মুহিবুল হক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান চৌধুরী, জিএম মোহাম্মদ নিজামুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশ্যানোগ্রাফী বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ মোসলেম উদ্দিন।