ছবি : কক্সবাজারে স্কুল ক্রিকেটের উদ্বোধন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহিদুর রহমান

সিবিএন ডেস্ক :

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান বলেছেন,যারা নিয়মিত খেলাধুলার সাথে থাকে তাদের জীবনাচার সুন্দর হয়। এছাড়া খেলাধুলা এখন শুধু বিনোদন নয় ভাল ভাবে নিজেকে খেলাধুলায় প্রতিষ্টিত করতে পারলে ভাল আয় করা এবং দেশ ব্যাপী সুনাম অর্জন করা সম্ভব। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে তিনি ছেলেমেয়েদের প্রতি আহবান জানান।এছাড়া বর্তমান সরকার অত্যন্ত ক্রীড়া বান্ধব। এই সময় যে কোন ধরনের খেলাধুলার ভাল পরিবেশ আছে বলে জানান তিনি। ২৭ জানুয়ারী সকাল ৯টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন কালে তিনি উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,যুগ্ন সম্পাদক হারুন উর রশিদ, ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন,ডিএসএ সদস্য রতন দাশ,শাহিনুল হক মার্শাল,খালেদ আজম বিপ্লব,আলী রেজা তসলিম,শিক্ষক তাহমিদুল মুনতাসির। পরে কক্সবাজার সদর উপজেলার পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয় ও চকরিয়া উপজেলা কোরক বিদ্যাপীটের সাথে খেলা অনষ্টিত হয়।