মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সদ্য কারামুক্ত মহেশখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শফিউল্লাহ শফি ও মহেশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কাশেম মহেশখালী গোরকঘাটা জেটি ঘাটে পৌঁছালে মহেশখালী পৌর ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। মহেশখালী পৌর ছাত্রদলের উদ্যোগে এ বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোঃ আারফাত হোসাইন সহ মহেশখালী পৌর ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য, এ দুজন নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর ঢাকা নয়াপল্টন বিএনপি অফিসের সামনে থেকে গ্রেপ্তার হয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।