আলমগীর মানিক,রাঙামাটি :

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি’র স্বল্প জনবলের সুযোগকে কাজে লাগিয়ে অবাধে পাচার হচ্ছে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ। অবাধে মাছ শিকার করে সরকারী রাজস্ব নাদিয়ে অসাধু চক্র যাত্রীবাহি পরিবহনের মাধ্যমে কাপ্তাই হ্রদের মাছ প্রতিনিয়তই পাচার করে আসছে। বিষয়টি অবগত হওয়ার পরে রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইশো কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ জব্দ করেছে রাঙামাটি বিএফডিসি কর্তৃপক্ষ।

বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ-বাহিনীর কমান্ডার মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, খাগড়াছড়ির দীঘিনালা থেকে মাছের একটি চালান যাত্রীবাহি পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠাচ্ছে এমন গোপন তথ্য পেয়ে খাগড়াছড়ির জিরোমাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিএফডিসি’র ডেপুটি ম্যানেজার জাহিদুল ইসলামের জাহিদের নেতৃত্বে নৌপুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে আইর, পাবদা, টেংরা, লাচু, চিংড়ি, শোলসহ বিভিন্ন প্রজাতির দুইশো কেজি দেশীয় মাছ জব্দ করা হয়। এসময় সিন্ডিকেট চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কমান্ডার আসাদ জানান, জব্দকৃত মাছগুলো রাঙামাটি বিএফডিসি কার্যালয় সম্মুকে উম্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে প্রাপ্ত সমুদয় অর্থ সরকারী সংশ্লিষ্ট্য রাজস্ব বিভাগে জমা দেয়া হয়েছে।