এম বশির উল্লাহ, মহেশখালী:

মহেশখালীর মাতারবাড়ীর বহুল অালোচিত হেলাল ডাকাত অবশেষে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে,২৪ জানুয়ারী গভীর রাতে শাপলাপুরের পাহাড়ী এলাকায়। সে মাতারবাড়ীর হংস মিয়াজী পাড়ার জাগির হোসেনের  পুত্র। তার বিরুদ্ধে ২টি হত্যা সহ ১০ টি মামলা রয়েছে।
সুত্র মতে, মাতারবাড়ীর হেলাল ডাকাত ২৩ জানুয়ারী সন্ধায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ এলাকায় ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। রাত ১০ টায় হেলাল ডাকাতকে ধৃত করে। হেলালের স্বীকারোক্তিমতে তার অপর সহযোগিরা শাপলাপুরের পাহাড়ী অাস্তানায় অবস্থান করছে এমন সংবাদে পুলিশ পাহাড়ে অভিযান কালে পুলিশ সন্ত্রাসী বন্দুক যুদ্ধে সন্ত্রাসী হেলাল ও কনেস্টবল টুটুল গুলিবিদ্ধ হয়। অাহত হেলাল ডাকাতকে মহেশখালী হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত ডাক্তার রাত ৩টায় হেলালকে মৃত ঘোষনা করে। গুলিবিদ্ধ কনেস্টবল টুটুলক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে নিহত হেলালের পরিবারের দাবি তাকে প্রতিপক্ষের লোকজন দিয়ে ফাঁসানো হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, হেলাল ডাকাত দীর্ঘদিন ধরে সড়কে ডাকাতি সহ স্থানীয়দের জানমালের ক্ষতি করে আসছে। তার বিরুদ্ধে হত্যাসহ ডজন মামলা রয়েছে।  মহেশখালীকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে পুলিশেরর বিশেষ অভিযান চলবে।