হাফিজুল ইসলাম চৌধুরী :
নাশকতার মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান (সাময়িক বহিস্কৃত) তোফাইল আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতামূলক কর্মকান্ড ও রাষ্ট্রকে অকার্যকর করার পরিকল্পনার অভিযোগে গত বছরের ২ নভেম্বর তোফাইল আহমেদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাইক্ষ্যংছড়ি থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে তিনি বান্দরবানের দায়রা জজ হ্লামংয়ের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন।

আদালত উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করে উপজেলা চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন সামশুল আলম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জয়নাল আবেদীন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী সামশুল আলম বলেন, একই মামলায় পাঁচজন আসামির মধ্যে চারজনকে ইতিপূর্বে আদালত জামিন মঞ্জুর করেছেন। কিন্তু মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বলেন, আসামির পক্ষে পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম।