শাহীন শাহ :
কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন সভাকক্ষ উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারী বিকাল ৪ ঘটিকার কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন সভাকক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী হৃত্বিক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন একশ্যন এগেইন্সট হাঙ্গারের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাহাদী। ওয়াশ সেক্টর কোর্ডিনেটর আসিফ আরাফাতের পরিচালনায় উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াশ বিভাগের প্রধান মোঃ কাওসার আলম, অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ইউনিসেফ এর হেড অফ অফিস , ওয়াশ সেক্টর এডভাইজার উইলিয়াম ফেলো, এসডিসি, ইউএনএইচসিআর, আইওএম ,ব্রাক, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, হাইসোয়া এর ওয়াশ প্রতিনিধি।
একশ্যন এগেইন্সট হাঙ্গারের সহায়তায় ইউকেএইড ও বিপি আরএম এর অর্থায়নে সভাকক্ষ ও নির্বাহী প্রকৌশলীর অফিস রুমের প্রয়োজনীয় রিনোভেশন কাজ সম্পন্ন করেন, যা এই কক্ষের ব্যবহারবান্ধব পরিবেশ আরো গ্রহনযোগ্য করে তুলবে বলে জানান বক্তারা।
আরো উল্লেখ্য যে, কক্সবাজার ওয়াশ সেক্টর ফোকাল( যৌথভাবে ইউনিসেফের সাথে) হিসাবে একশ্যন এগেইন্সট হাঙ্গার (এসিএফ) ২০১২ সাল থেকেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,কক্সবাজারের সাথে কাজ করে যাচ্ছেন,যেখানে ২০০৯ সাল থেকেই ওয়াশ ডিপার্টমেন্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়মিত যোগাযোগ রেখে এসব কাজ করছেন বলে জানা গেছে।
ইতিমধ্যে একশ্যন এগেইন্সট হাঙ্গার , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,কক্সবাজারের সাথে উন্নয়ন মেলায় অংশগ্রহন, বাজারঘাটাস্থ পৌর পাবলিক টয়লেট সংস্কার সহ হোস্ট কমিউনির (বাংলাদেশী জনসাধরণ) জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।