সিবিএন ডেস্ক:
নির্বাচন পরবর্তী সহিংসতা পরিহার করতে সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘ মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার সংবাদে দুঃখ প্রকাশ করছি।’

মুখপাত্র বলেন, তারা নির্বাচনে সহিংসতা এবং অনিয়মের যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে জানেন।