সিবিএন:

সাবেক সংসদ সদস্য, হাটহাজারী দারুল উলুমের মুহাদ্দিস ও পটিয়া জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদিস ও চকরিয়া উপজেলার বরইতলীর খতিবে আযম মাওলানা ছিদ্দিক আহমদ (রহ:) এর সহধর্মিণী শামসুল আরিফা (৯০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী গ্রামে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে মরহুমার জামাতা ও চট্টগ্রাম ওমর গনি এমইএইচ কলেজের ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আ.ফ.ম খালেদ হোসেন জানিয়েছেন।