বার্তা পরিবেশক:
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ২৩ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী কারাবন্দী হামিদুর রহমান আযাদের স্ত্রী জেবুন্নেছা হামিদকে কুতুবধিয়া উত্তর ধূরংয়ের নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁকে অবরুদ্ধ করে রেখেছেন বলে তিনি মুঠোফোনে জানিয়েছেন। সেখানে তাঁর সাথে আরো কয়েকজন কর্মীও অবরুদ্ধ হয়ে রয়েছেন। বিষয়টি তিনি রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলাবাহিনীকে জানিয়েছেন।
জেবুন্নেছা হামিদ অভিযোগ করেন, আজ মঙ্গলবার বিকাল থেকে কুতুবদিয়ার কয়েকটি এলাকায় কর্মীদের নিয়ে তিনি কয়েকটি পথসভায় অংশ নেয়ার কথা ছিলো। এই খবর পেয়ে কুতুবদিয়া থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ ও অর্ধশতাধিক স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী জেবুন্নেছা হামিদ বাড়ি থেকে বের হওয়া আগেই বাড়ির চারপাশে ব্যারিকেড দিয়ে তাঁকে অবরুদ্ধ করে ফেলে। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তিনি অবরুদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন। সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা হামিদ আযাদ, জেবুন্নেছা হামিদ ও আপেল মার্কার সমর্থকদের উদ্দেশ্য করে নানা অকথ্য বকাবকিও করছে।
জেবুন্নেছা হামিদ জানান, অবরুদ্ধ হওয়ার সাথে সাথে তিনি বিষয়টি মুঠোফোনে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু আধা ঘন্টা পেরোলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে তিনি দ্রুত ব্যবস্থার নেয়ার আহ্বান জানিয়েছেন।